
প্রকাশিত: Tue, Mar 21, 2023 3:53 PM আপডেট: Tue, May 13, 2025 8:39 PM
অনিমেষ বাংলাদেশে বেঁচে থাকতে চান!
জান্নাতুন নাঈম প্রীতি : ‘নাহুবো’ নামে কোক স্টুডিও বাংলায় হাজং ভাষায় গান গাওয়া আদিবাসী অনিমেষ নিজের পরিচয় দিয়েছেন বাঙালি বলে। যারা এটাতে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না, তাদের একটা বইয়ের নাম বলি। বইটার নাম ‘গানস জার্মস এন্ড স্টিল’। এই বইয়ের লেখক এই বইটার জন্য পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। এই বই পড়ে প্রথম আমার মাথায় ঢুকলো, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন নাই। তাহলে কলম্বাস কে? কলম্বাস হচ্ছেন সেই দস্যু যিনি আমেরিকায় গিয়েছিলেন স্প্যানিশ বাহিনীর পক্ষ থেকে। আমেরিকায় এর আগে মানুষজন ছিল। সেই মানুষদের এখন ডাকা হয়, রেড ইন্ডিয়ান। কিন্তু তারা মোটেও ইন্ডিয়ান না, তারা আমেরিকার আদি অধিবাসী। এই আদিবাসীদের সঙ্গে স্প্যানিশ আর অন্যান্য সেটেলাররা কী করেছে জানেন?
সরল আদিবাসীদের জল বসন্তের জীবাণুসহ বসন্তের রোগীর ব্যবহার করা কম্বল পাঠানো হতো। এই সমস্ত কম্বল ব্যবহার করে আদিবাসীরা দলে দলে মারা পড়তো আর কলম্বাসের মতন লোকেরা লিখতেন, আমেরিকা কলম্বাস আবিষ্কার করেছেন। চিন্তা করে দেখেন আগের অধিবাসীদের কী করে অস্বীকার করা হলো। অনিমেষ বাংলাদেশে বেঁচে থাকতে চান। তিনি জানেন বহু আগে থেকেই বাঙালি বলতে আদিবাসীদের মন্ত্রণা দেওয়া হচ্ছে, বাঙালি সেটেলাররা পাহাড়ে গিয়ে কী করে, কেমন করে রিসোর্ট বানায়, জুম ক্ষেত পুড়ায়, বাড়ি উচ্ছেদ করে তাও জানেন। তিনি জানেন তারা সংখ্যালঘু হতে হতে একদম লঘুত্বে নেমে এসেছেন। তিনি জানেন সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মারপ্যাঁচের অসম যুদ্ধে তিনি পারবেন না। তিনি যা করতে চাইছেন তা হলো সেল্ফ ডিফেন্স। তিনি জানেন যারা ‘বাঙালি হয়ে যাও’ বলে ডাক দেয় তাদের প্রতিবাদ তিনি করতে পারবেন না। প্রতিবাদ করে কল্পনাসহ আরও অনেকে ফিরে আসেনি। কোথায় তারা?
মনে রাখেন, এই মানুষরা একদিন ‘এই সেল্ফ ডিফেন্স’ এর ইতিহাস লিখবে। ইতিহাসের প্যারালাল ইতিহাস সবসময় থাকে। সেদিন আপনি যদি বাঙালি বলে লজ্জা পান, তাহলে আমি অবাক হবো হবো না। আমি ইন্ডিভিজুয়ালি লজ্জা পেতে প্রস্তুত না বলে এই স্ট্যাটাস লিখলাম। যাতে আমার বংশধরেরা বলতে পারে, সে ছিলো বঞ্চিত মানুষের পক্ষে। যে হাজংরা বাঙালি বলে নিজেদের প্রমাণ করতে চাইতো, সে কখনো তাদের এই প্রমাণ করতে চাওয়ার প্রয়াসকে ছোট করে দেখেনি। এইটুকুই। লেখক: কথাসাহিত্যিক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
